গোরা, এই গল্পটির প্রধান চরিত্র, হিন্দু ধর্মে বিশেষ ভাবে বিশ্বাসী এবং এক বিদ্বেষহীন ভারতবর্ষের স্বপ্ন দেখে। সমস্যা বড়ো হয়ে দাঁড়ায়ে যখন বিনয়,ব্রাহ্ম পরিবারের মেয়ে, সুচরিতার বোন ললিতা কে বিয়ে করতে বাধ্য হয়. কিন্তু হিন্দু ধর্মে আপ্রাণ বিশ্বাসী গোড়া কি নিজের বংশ পরিচয় জানতে পারবে? সে কি জানতে পারবে, প্রকৃত ধর্ম কাকে বলে?