শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে লেখা বইয়ের অভাব নেই। কিন্তু ঠাকুরকে ঘিরে তাঁর চারপাশে যাঁরা ছিলেন, তাঁদের সম্যক পরিচয় একটি বইয়ের ভিতর পাওয়া যাবে এমন গ্রন্থের অভাব ছিল। সেই অভাব পূরণ করল এই বই। ঠাকুরের প্রায় ছয়শত ভক্ত সম্বন্ধে বহু তথ্য এই গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। সরল প্রাঞ্জল ও প্রয়োজনীয় নানা তথ্যপূর্ণ এই গ্রন্থ শ্রীরামকৃষ্ণ অনুরাগীদের কাছে এক আকরগ্রন্থ বিশেষ। শুনুন শ্রীশ্রী রামকৃষ্ণ সংস্পর্শে।