ডাল্টনগঞ্জের ডাক্তার মুখার্জির দুই ছেলে রুকু শুকু। দাদু ও তার বন্ধু সঙ্গে ওদের বেশ মোজায়ে দিন কাটে. হটাৎই দাদু মারা যান, দাদুর বন্ধুও হারিয়ে যান. কিন্তু কি ভাবে? মন খারাপ আর বিস্ময় ভরা ওদের সেই জগতের খোঁজ পেতেই শুনুন সঞ্জীব চট্টোপাধ্যায়ের বিখ্যাত গল্প - রুকু শুকু।