শহরের মানুষ সায়ন মুখার্জি, কর্মসূত্রে থাকেন পালামৌ-এর জঙ্গলে, বহু
বছর ধরে। সেই জঙ্গল-বস্তির মানুষগুলোর সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক
তৈরি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তিনি কি ওই মানুষগুলোর আপনজন হতে
পেরেছেন নাকি ওরা ওকে 'মালিক' বলে দূরেই সরিয়ে রেখেছে? পেরেছেন কি উনি
ওদের মতো প্রাকৃত হয়ে উঠতে? বুদ্ধদেব গুহ-র কোজাগর চেষ্টা করেছে
পালামৌ জঙ্গলের সেই হৃদস্পন্দন-টা ধরতে, যা সায়ন বাবু মনে করেন, তিনি
নিজের মধ...