বুদ্ধদেব বসু - শ্রেষ্ঠ কবিতা
যেমন জীবনে তেমন তাঁর কাব্যবিষয়েও, মনে হয়ে সত্য কে আড়াল করে বুদ্ধদেব বসু -র কবিতায় রয়েছে নানা অসংলগ্ন জনশ্রুতি। একই সঙ্গে তাকে বলা হয়েছে রবীন্দ্রাবিদ্বেষী এবং রবীন্দ্রনাথে সমাচ্ছন্ন কবি সভাসমিতিতে কেউ কেউ পরমোৎসাহে এমন মত ও জাহির করতে রাজি যে কবি হিসেবে বুদ্ধদেব বসু গণনারই যোগ্য নন। কবিতায় নয়, কবিতা বিষয়ক নিবন্ধ রচনাতেই তাঁর প্রতিভার নাকি আসল বিকাশ হয়েছিল। সুখের বিষয়, বা...