শুরু ভালো যার, শেষ ভালো তার। রানী হতে পারেন অনেকেই। কিন্তু রানীমা হতে পারেন ক'জন? উত্তরাধিকারসূত্রে অপুত্রক রাজার সিংহাসনে আসীনা হতেই পারেন সহধর্মিনী। দক্ষ হাতে চালাতে পারেন রাজকার্য। কিন্তু শূন্য থেকে সম্পূর্ণতায়, প্রকাশক থেকে পালিকায়, রানীর সিংহাসন থেকে মায়ের আসনে যেতে পারেন ক'জনায়?রানী রাসমণির জীবন আমাদের সামনে আনে এমন এক পরিক্রমা যার পাকে পাকে লেখা থাকে সত্য হলেও অবিশ্বাস্য সব কাহিনী যেগুলি তা...