বাংলার প্রখ্যাত লেখক বুদ্ধদেব গুহ সারাজীবন ধরে ভারতের নানা বনে ঘুরে বেড়িয়েছেন শিকার এবং পর্যটনের জন্য। তাঁর সেই বিভিন্ন বনে বনে ঘুরে বেড়ানোর নানা রোমাঞ্চকর অভিজ্ঞতার সংকলনই হল, 'বনী'। ভারতের বিভিন্ন বনের অসীম বৈচিত্র, অতুলনীয় সৌন্দর্য এবং অনন্ত ঐশ্বর্যের কথা বারবার উঠে এসেছে বনীর বিভিন্ন লেখায়— যেখানে বন, পশুপক্ষী ও লেখকের জীবনদর্শন মিলেমিশে একাকার হয়ে গেছে।