খজুরিয়ায় আপনাদের স্বাগত জানাই -যে গ্রামে কল্লু আর তার দল প্রায় দিনই নিজেদের মজার কীর্তি করে থাকে। কখনো তারা গ্রামের পরম্পরা নিয়ে প্রশ্ন তোলে, কখনো উত্পীড়ক ছেলেদের সামনে উঠে দাঁড়ায় বা শুধুমাত্র নিজেদের রোজকার কাজে ব্যস্ত থাকে, কিন্তু কল্লু আর তার দল সবকিছুর জন্য তৈরী। ওদের সাথে থেকে দেখুন ওরা কেমন বড়ো হয়, বুদ্ধি গজায়, আর আনন্দে গ্রামে ঘুরে বেড়ায় নতুন কর্মের খোঁজে, আর দেখুন ওরা কী কী খুঁ...