তুমি কি জানতে যে জোনাকিদের "জোনাকি পোকা" বলেও ডাকা হয়? আর তুমি কি একথা জানতে যে শিশু জোনাকিরা তাদের আলো পরভক্ষীদের অনুধাবনের জন্য ব্যবহার করে? যদি তুমি এই জীবদের বিষয় আরো কিছু জানতে চাও, যারা অন্ধকারে আলো জ্বালে, তবে এক্ষুনি এই বইটা পড়তে শুরু করো।-