"ভাবনার আড়ালে থেকে যায় অনেক জটিলতা, সেই জটিলতার জট কাটিয়ে ওঠার আগের ক্ষণ অবধিও মানুষ বুঝতে পারেনা তার কোনটা সত্য ছিল আর কোনটা মিথ্যা। উর্মি রজত আর বিভাস এই উপন্যাসের মূল চরিত্র । ত্রিকোণ এই সম্পর্কের জটিলতার জট খোলার আগেই ঘটে যায় অনেক কিছু, একসময় বিভাস আর উর্মির যে সম্পর্ক বিয়ে অবধি এগিয়ে এসেছিলো সেই সম্পর্কে কি ভাবে তৃতীয় ব্যক্তি রজত এর প্রবেশে সব ওলোটপালোট হয়ে যায়, কিভাবেই বা রজতের আকস্মিক মৃত্য...