সন্তু-কাকাবাবুর এই দুদ্ধর্ষ অভিযানের পটভূমি আন্দামান। এখানে একটা দ্বীপের জঙ্গলের মধ্যে জারোয়া নামের অতি হিংস্র আদিবাসীরা থাকে। বাইরের লোক দেখলেই জারবারা ছুড়ে মারে বিষাক্ত তীর. এর আগে পৃথিবীর নানান দেশ থেকে বৈজ্ঞানিকরা আন্দামানে এসে উধাও হয়ে গেছেন। জারোয়াদের সেই দ্বীপে পৌঁছলেন কাকাবাবু আর সন্তু। হাজির হলেন এক অদ্ভুত জায়গায়। সেখানে গোলমতন একটা বস্তু থেকে নানারকম আগুন বেরোচ্ছে, সেই আগুন ঘিরে বসে আছে ...