ধূসর পাণ্ডুলিপি ---
"ধূসর পাণ্ডুলিপি"-র কবিতাগুলো লেখা হয় ১৯২৫ - ১৯২৯ সালের মধ্যে। প্রথম বিশ্বযুদ্ধোত্তর সময়ে লেখা এই কাব্যগ্রন্থের কবিতার আত্মায় ছাপ ফেলেছে কবি-মনের এক সন্দেহ-সংশয়-বিষণ্ণতা। "আধুনিক কবিতা, যুগের ভেতরে পর্যবসিত হ'য়ে নষ্ট হ'য়ে যেতে পারে," এবিশ্বাস জীবনানন্দ দাশের ছিল। এক অদ্ভূত টানাপোড়েনের মধ্যে দিয়ে "ধূসর পান্ডুলিপি"-র শব্দ বুনেছেন তিনি। যে রোমাণ্টিক মনন, যে আত্মমগ্নতা দিয়ে কবি দে...