পায়েল ধর হলেন একজন লেখিকা এবং সম্পাদিকা। কম্পিউটার, প্রযুক্তি, বই, পড়াশোনা, গেমস এবং ভ্রমণ বিষয়ে তিনি লেখালেখি করেন। অতীতে তিনি খেলাধুলা নিয়েও লেখালেখি করেছেন। বাচ্চাদের জন্য এবং কিশোরদের জন্যও তিনি উপন্যাস লিখেন। তার নামে বেশ কিছু সংখ্যক বই প্রকাশিত হয়েছে। তার সম্পর্কে বিস্তারিত জানতে http://writeside.net ওয়েবসাইটে যান।