কুড়ি বাইশ বছরের শ্রাবস্তী গুহর লাশটা যখন লাশকাটা ঘরে কাঁটাছেড়া করলেন ডাক্তার ভট্ট প্রথমে ভেবেছিলেন সাধারণ হার্ট অ্যাটাক, কিন্তু হটাৎই তাঁর তীক্ষ্ণ চোখ দুটো আরও তীক্ষ্ণ হয়ে উঠলো হেঁট হয়ে আঙুল ঢুকিয়ে দিলেন রক্তমাখা দেহযন্ত্রের মধ্যে,কি যেন খুঁজছেন ফুসফুস আর হৃদযন্ত্রের মাঝখানে, উত্তেজনা- বিকৃত গলায় বলে উঠলেন এটা ন্যাচারাল ডেথ নয় - মার্ডার, গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র তদন্তে নেমে দেখলেন যে বস্তু টি দিয়ে...