সুর্মি এর আগে কোনো দিন বোঝেনি যে অতীন তাকে এতো ভালোবাসে যে তার জন্যে রাস্তায় দাঁড়িয়ে, "আই লাভ ইউ" বলে চিৎকার করতে পারে। আর এই সময় অতীনকেও চাকরির জন্যে বেরোতে হবে. অতীনকে শান্ত করার জন্যে সুর্মি তার ছাড়তে স্টেশন-এ যায় কিন্তু অতীন সেখানে সুর্মীকে ট্রেন-এ উঠতে বাধ্য করে. তাদের রোমাঞ্চকর যাত্রায় কি হয়, শুনুন এই গল্পে, সমরেশ মজুমদারের লেখা, "উনিশ বিষ".