"ভয়। চাপা-পড়া। জিজ্ঞাসার উত্তর না-মেলা। এটাই আমার "ভয়"
এই ভয়ের ভেতর প্রেম ভালোবাসা, যন্ত্রণা, জীবনের মূল্যবোধই
বেশি। কেউ মারা যাওয়ার পরও ভাবে, পরিবারের গায়ে যেন
কাদা না লাগে। কেউ মরে গিয়ে প্রতিশোধ নয় এবং প্রেমকেই
দু'হাত বাড়িয়ে রক্ষা করে। কেউ সারা জীবন অনুশোচনায় দগ্ধ
হয়েও জীবন-মরণ চক্রে ঘুরে বেড়ায়।
আবারও বলি, আমি ভয় দেখানোর কারিগর নই। কাউকে ভয়
পাওয়াতেও চাই না। তবু এই নভেলেটগুলো ভৌ...