শারীরিকভাবে অক্ষম হওয়া সত্ত্বেও ইচ্ছেশক্তির জোরে একজন মানুষ কি করতে পারে তার জ্বলন্ত উদাহরণ কাকাবাবু। দূর্ঘটনায় নিজের একটি পা হারিয়েও তিনি ছুটে যান নানান জায়গায়। সাধারণ নয়, সমাধান করেন জটিল সব রহস্যের। আর তাঁর সাথে থাকেন ভাইপো সন্তু।
কাকাবাবুর কাছে এসেছে আল মামেন নামে এক মিশরীয়। উদ্দেশ্য, একটি দুষ্প্রাপ্য মিশরীয় লিপির পাঠোদ্ধার। আল মামেন সাধারণ ব্যবসায়ী নয়। সে নাকি মিশরের বিপ্লবী নেতা মুফতি...