"সব খেলা মানুষ খেলেনা।কখনো কখনো সময় মানুষের সাথে খেলে, অল্পবয়সে মেয়েদের নয়নমনি সর্বদা ফিটফাট কেতাদুরস্ত, কলকাতার রাসবিহারী এভেন্যুয়ের ছেলে পরিতোষ, মধ্যবয়স পেরিয়ে একা একা থাকে আরবসাগরের তীরের নোনতা শহর মুম্বাইয়ের এক ফ্ল্যাট এ, অন্যদিকে কাজরী যে চিরকাল চেয়েছিলো তার জীবনের একজনই স্বপ্নের রাজপুত্র হবে যাকে সে সর্বস্ব দিতে পারে সেই কাজরী একাধিক বিবাহ ও সম্পর্ক পেরিয়ে পৌঁছে যায় সেই পরিতোষের ফ্ল্যাট এ, ব...