সত্তর দশকের উত্তাল কলকাতা , দিনবদলের স্বপ্নে বিভোর যুব সম্প্রদায়, এরই মধ্যে রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য অনেক সংগঠন গুলো নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে যুব সম্প্রদায়কে, ট্রাম পোড়ানো , স্কুল জ্বালানো সেইসময়ের রোজকার ঘটনা, এই সময়েরই এক যুবক বিল্ব। সবকিছুর মধ্যেও থেকেও সে যেন কিছুতেই নেই, প্রতিনিয়ত সে নিজেকে খুঁজে বেড়ায়,নিজেকে খুঁড়তে খুঁড়তে একসময় সে নিজেকে কোনোকিছুর মধ্যে আঁটাতে পারেন...