রবীন্দ্রসংগীত গায়িকা বিশাখা সরকার । মধ্যবয়সী ডিভোর্সি এই নারীর দুটোই আশ্রয়।রবীন্দ্রসংগীত আর তার একমাত্র ছেলে অনির্বান।এই দুই আশ্রয় কে ধরেই জীবনের বেঁচে থাকার রসদ জোগায় বিশাখা, কিন্তু এক ঝড়ের এমন এক অনভিপ্রেত ঘটনা ঘটে যায় তাতে বিশাখা এবং তার ছেলের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় । মা ছেলের সম্পর্কের শেষ পরিণতি কি হয়, সত্যি কি দূরত্ব সৃষ্টি হয় নাকি অন্য কিছু