কর্মজীবনে লেখক সরফুদ্দীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে জার্মান ভাষার শিক্ষক এবং পরবর্তীতে ঢাকাস্থ Goethe-Institut এ ভাষা বিভাগের প্রধান ছিলেন। শিক্ষা জীবনে তিনি Goethe-Institut Munich এ ১৯৮০ থেকে ১৯৮২ পর্যন্ত তিন বৎসরব্যাপী জার্মান শিক্ষক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করেন, এবং পরবর্তীতে ১৯৮৬ থেকে ১৯৯৪ পর্যন্ত মিউনিখ বিশ্ববিদ্যালয়ে জার্মান ভাষা ও সাহিত্য এবং জার্মান ভাষাত্বত্ত অধ্যয়ন...