ইস্কুল শিক্ষিকা সীমার একমাত্র মেয়ে মিলি। মিলির বাবা মারা যাওয়ার পর থেকে সীমার সব স্বপ্ন মিলিকে ঘিরে। কিন্তু ঘড়ি থেমে থাকেনা, সময়ের টিক টিক আওয়াজের সাথে পা মিলিয়ে মিলিও বড়ো হয়ে ওঠে, সে সবদিক থেকে সাবলম্বী হতে চায়, মাকেও ভালোবাসে মিলি কিন্তু সে তার এখন আগের সেই ছোট্ট খুকুটি সেজে থাকতে চায়না। সীমাও বোঝে মেয়ে বড়ো হয়ে গেছে। কিন্তু মায়ের মন অজান্তেই মিলির অনেক ইচ্ছার সামনে চলে আসে সে, সীমা মিলির মা হলেও...