বংশের কৌলিন্য আর কৃত্রিম অভিজাত্য বজায় রাখতে মরিয়া রায়চৌধুরী পরিবার। এই রায়চৌধুরী বংশের মেয়ে বিদিশা। কিন্তু আধুনিক ভাবনায় ভাবিত বিদিশা ভালোবেসে ফেলে তাদেরই গৃহশিক্ষক অতুল চ্যাটার্জি কে, এই সম্পর্ক কে মেনে নিতে পারেনা রায়চৌধুরী পরিবার, তাজ্যকন্যা করা হয় বিদিশা কে। সময় পেরিয়ে যায়, বিদিশা অতুলের একমাত্র সন্তান নিরুপম তার বাবার মৃত্যুর পর আসে রায়চৌধুরী বাড়িতে, সেখানেই আলাপ হয় বাসবির সাথে, এরপরেই উপন্য...